কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওয়ার্ডে দীর্ঘদিনের পানীয় জল ও জল নিকাশি সমস্যার সমাধান এবং রাস্তা সারানোর দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর টালিগঞ্জ–২ নং আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ২৩ আগস্ট পৌর প্রতিনিধিকে ডেপুটেশন দেওয়া হয়৷ নাগরিক পরিষেবা কোনও দয়ার দান নয়, নাগরিকদের ন্যায়সঙ্গত অধিকার, ন্যায্য প্রাপ্য৷ পরিষেবা খাতে সরকার ও কর্পোরেশন ট্যাক্স নেয়৷ উত্তরোত্তর ট্যাক্স বাড়লেও নাগরিক পরিষেবার অবস্থা অত্যন্ত বেহাল৷ শাসক দল ও পৌরপ্রতিনিধি নির্বিকার৷
এ অবস্থায় সহস্রাধিক নাগরিকের স্বাক্ষর সহ দাবিপত্র পেশ করা হয়৷ ডেপুটেশনের আগে সভা চলাকালীন পুলিশ এসে হুমকি দিয়ে সভা বন্ধ করার চেষ্টা করে৷ এই হুমকি উপেক্ষা করেই সভার কাজ চালানো হয়৷ পৌর প্রতিনিধি সমস্যার গভীরতা স্বীকার করতে বাধ্য হন৷ জনমতের চাপে এলাকার রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে৷ এই প্রত্যয় নিয়েই এলাকার মানুষ এসইউসিআই(সি)–কে অভিনন্দন জানিয়েছেন যে, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় সম্ভব৷ সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন আঞ্চলিক সম্পাদক কমরেড রাজকুমার বসাক৷
(৭১ বর্ষ ৫ সংখ্যা ৩১ আগস্ট, ২০১৮)