Breaking News

পানীয় জল ও নিকাশির দাবিতে ডেপুটেশন

পানীয় জল ও নিকাশির ব্যবস্থা এবং রাস্তার় আবর্জনা নিয়মিত পরিষ্কার করার দাবিতে ৩ মার্চ দক্ষিণ কলকাতায় এসইউসিআই(সি)-র ঢাকুরিয়া-কসবা-বালিগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সম্পাদিকা কমরেড অনুরূপা গায়েন এবং কমরেড বটকৃষ্ণ রায়মণ্ডল, কমরেড স্বস্তিকা মণ্ডল ও কমরেড প্রভাতী প্রামাণিক। কাউন্সিলর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।