পাথরপ্রতিমাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

১৬ জুন গ্রামবাসীদের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমা ব্লকের জি-প্লটের গোবর্ধনপুরে ভাঙা উপকূলীয় বাঁধ দেখতে যান সদ্যসমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের এস ইউ সি আই (সি) প্রার্থী বিশ্বনাথ সরদার। ওই দিন জি-প্লট ইন্দ্রপুর বাজারে, ১৭ জুন পাথরপ্রতিমা বাজারে এবং ২০ জুন নামখানা বাজারে যান তিনি।

নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিটি জায়গায় এলাকার সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তুলতে গ্রামবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী তিনি জি প্লট ও পাথরপ্রতিমা বাজারে গিয়ে সুউচ্চ ও স্থায়ী কংক্রিটের মজবুত নদীবাঁধ গড়ে তোলার দাবিতে জনমত সংগঠিত করে সরকারি মহলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সামান্য প্রাকৃতিক দুর্যোগেই নদীমাতৃক এই এলাকার দুর্বল নদীবাঁধ ভেঙে যে কোনও সময় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এইসব এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং জীবন-জীবিকার মান উন্নয়নে জয়নগর থেকে রায়দিঘি হয়ে রামগঙ্গা পর্যন্ত ট্রেন লাইনের সম্প্রসারণ করার দাবিতে সোচ্চার হন তিনি। ট্রেন লাইন সম্প্রসারিত হলে নদীকেন্দ্রিক এই এলাকার মাছ বৃহত্তর বাজারে সরবরাহের সুযোগ পাওয়া যাবে এবং এলাকার মৎস্যজীবীরা উপযুক্ত দাম পেতে সক্ষম হবেন বলে তিনি মন্তব্য করেন।