ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের তরুণ শহিদ গদর আন্দোলনের নেতা কর্তার সিং সারাভার ১০৭তম শহিদ দিবস স্মরণ করল এআইডিএসও-র পাঞ্জাব শাখা। ১৬ নভেম্বর পাতিয়ালার পাঞ্জাবী বিশ্ববিদ্যালয়ের শহিদ ভগৎ সিং চকে শহিদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে মহান মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের বৈপ্লবিক চিন্তা সম্বলিত এআইডিএসও প্রকাশিত বই ও পত্রপত্রিকা ছাত্রছাত্রীদের মধ্যে সারাদিনব্যাপী প্রচার করা হয়।
ওইদিনই বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবী সাহিত্য বিভাগে শহিদ কর্তার সিং প্রফেসর চেয়ার আয়োজিত অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ডঃ ভীম ইন্দর সিং। শহিদ কর্তার সিং সারাভার জীবনসংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আজকের সামাজিক প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা আলোচনা করেন সংগঠনের পাঞ্জাব শাখার আহ্বায়ক কমরেড শিবাশিস প্রহরাজ এবং সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ।
বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান বামপন্থী মতাদর্শের কিছু বই উপহার দিয়ে সংগঠনের নেতৃত্বকে সংবর্ধিত করেন। সংগঠনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকেও উপস্থিত সকল ছাত্রছাত্রী ও বিভাগীয় প্রধানের হাতে সংগঠনের বিভিন্ন প্রকাশনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা জানান জীবন সর্ম্পকে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি তাঁরা পেলেন।
এ দিন বুঢলাডার জি এন ডিগ্রি কলেজে শহিদ স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শ্রেয়া সিং। ভাটিন্ডা শহরের খালসা সিনিয়র সেকেন্ডারি স্কুল ও দেশরাজ মেমোরিয়াল গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে শহিদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। আলোচনা করেন সংগঠক কমরেড শিবানীশংকর মিশ্র।