পাট্টার দাবিতে মথুরাপুরে বিক্ষোভ

সমস্ত ভূমিহীন মানুষকে পাট্টা দেওয়ার ব্যবস্থা ও পাট্টা প্রাপকদের রেকর্ডের দাবিতে এবং সরকারি খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মথুরাপুর-২ ব্লকে ২৬ নভেম্বর ভূমি আধিকারিকের কাছে ‘জটা-কঙ্কনদিঘি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র পক্ষ থেকে দুই শতাধিক মানুষ বিক্ষোভ দেখান এবং উল্লিখিত দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ মিছিল রায়দিঘি থানা, বিডিও অফিস হয়ে ভূমি দপ্তরে পৌঁছলে পুলিশ গেট আটকে দেয়।

উল্লেখ্য, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মানুষ শাসকদলের সহায়তায় পুলিশ ও ভূমি আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে জটা-কঙ্কনদিঘি এলাকার আদিবাসী সহ সাধারণ গরিব মানুষকে জমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে কয়েকজনের উপর হামলা করে জমি কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে চাষিরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলেন। বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন উত্তম হালদার, শিশির সরদার, লালমোহন মুদি, নির্মল সরদার সহ কমিটির অন্যান্য সদস্যরা।