প্রতি মাসের প্রথম সপ্তাহে গ্যাসের বিল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া, মিটার রিডিং না নিয়ে বিল তৈরি বন্ধ করা, বিল পরিশোধের জন্য ১৫ দিন সময় দেওয়া, আগরতলা শহরে অঞ্চলভিত্তিক গ্রাহক পরিষেবা অফিস খোলা, গ্যাসের দাম বৃদ্ধি না করা প্রভৃতি দাবির ভিত্তিতে এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে ১৫ জানুয়ারি আগরতলায় ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডেরফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের কাছে১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন দলের আগরতলা জেলা সম্পাদক কমরেড সুব্রত চক্রবর্তী ও সদস্য কমরেড শেফালি ভৌমিক, রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য কমরেড শিবানী দাস প্রমুখ৷