অবিলম্বে কোলাঘাট ব্লকের দেহাটি, দেনান, গাজই সহ সমস্ত নিকাশি খালগুলি পূর্ণ সংস্কার, কংসাবতী নদীর ভেঙে যাওয়া নদীবাঁধ দ্রুত পাকাপোক্তভাবে মেরামত সহ ময়না রামচন্দ্রপুর থেকে মাইশোরা পর্যন্ত অংশ আগামী বর্ষার আগেই সংস্কার, অতি সত্ত্বর দেনান-দেহাটি জলনিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ সহ ১০ দফা দাবিতে ১৩ ডিসেম্বর দুই শতাধিক কৃষক পাঁশকুড়া সেচ দপ্তরে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন।
কৃষক সংগ্রাম পরিষদের আহ্বানে ওই কর্মসূচি থেকে সেচ দপ্তরের পাঁশকুড়া-১ ও ২ সাব ডিভিশনের এস ডি ও-কে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভকারীরা পাঁশকুড়া বাজার যাত্রী প্রতীক্ষালয় থেকে মিছিল করে সেচ দপ্তর অভিযান করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মধুসূদন বেরা। এসডিও সেচ জানান, ভেঙে যাওয়া কাঁসাইয়ের নদীবাঁধ পূর্ণাঙ্গভাবে মেরামতের বিষয়ে ডিপিআর করে পাঠানো হয়েছে।