Breaking News

পাঁশকুড়ায় জলনিকাশির দাবিতে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুরেরপাঁশকুড়ায় ‘ওয়ান মেন’ খাল মজে যাওয়ায় জলনিকাশি অবরুদ্ধ হয়ে পড়ে ধান, বাদাম ও ফুলচাষ প্রতি বছর নষ্ট হওয়ায় সহস্রাধিক পরিবার আর্থিক সংকটে জেরবার হচ্ছে। প্রতিবাদে গড়ে উঠেছে ‘নারান্দা-মহৎপুর কৃষি বাঁচাও কমিটি’। কমিটির পক্ষ থেকে ১০ জুলাই পাঁশকুড়া সেচ দপ্তরের এসডিও এবং বিডিও-র কাছে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলনের চাপে পরদিন সেচ দপ্তরের এসডিও এবং কৃষি সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার খাল এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্মসম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, ‘নারান্দা-মহৎপুর কৃষি বাঁচাও কমিটি’র যুগ্মসম্পাদক সমরেন্দ্রনাথ মাজী, দেবেন জানা প্রমুখ। আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।