ঘাটাল থেকে গোপীগঞ্জ পর্যন্ত শিলাবতী ও রূপনারায়ণের নদীবাঁধকে মজবুত করা, ভেঙে যাওয়া স্লুইসগেটগুলিকে নতুন করে নির্মাণ করা ও মজে যাওয়া খালগুলি সংস্কার করে জলের পরিবহণ ক্ষমতা বাড়ানো প্রভৃতি দাবিতে ১৪ অক্টোবর শ্যামসুন্দরপুর রাজকুমার হাইস্কুলে একটি কনভেনশন করলেন হরিসিংহপুর, রত্নেশ্বরবাটি, প্রতাপপুর, হরিশপুর, শ্যামসুন্দরপুর, জোৎকানুরামগড়, রানিচক, কুড়ানি, গোপমহল প্রভৃতি বন্যাপ্রবণ এলাকার ভুক্তভোগী মানুষ।
প্রায় দুশো মানুষ এই কনভেনশনে যোগ দেন। কনভেনশনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম জানা, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি, নারায়ণ চন্দ্র নায়ক, সহসভাপতি সত্যসাধন চক্রবর্তী, প্রাক্তন প্রধান বিশ্বজিৎ সিংহ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য সনাতন ঘোড়ই, কুশধ্বজ সামন্ত প্রমুখ। নারায়ণবাবু বলেন, সরকারি অবহেলার ফলে নদীর বাঁধ ক্রমশ দুর্বল হচ্ছে, নদীর পাড়ে বিভিন্ন জায়গায় ধস নামছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে, তা সত্ত্বেও সমস্যা সমাধানে সরকার কোনও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।