এ আই ইউ টি ইউ সি-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড আশোক দাস ৮ মে পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ঘরেফেরানোর জন্য রাজ্য সরকারের যথাযথ উদ্যোগের দাবি জনিয়ে মুখামন্ত্রীকে চিঠি দিয়েছেন। এই রাজ্যথেকে ভারতের নানা প্রান্তে কাজ করতে যাওয়া লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের ৮৭ শতাংশেরবেশি জনেরইফেরা নিয়ে সরকারেরকোনও পরিকল্পনানেই বলে অভিযোগ জানিয়েছেন তিনি।কেন্দ্র, রাজ্য এবংরেল দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে কর্ণাটকে আটকে থাকা শ্রমিকদের জন্যট্রেনের ব্যবস্থা না হওয়ার কথা তুলে ধরে তিনি দাবি জানিয়েছেন, শ্রমিকরা রাজ্যে ফিরলেই ‘স্নেহের পরশ’ প্রকল্পের টাকা তাদের হাতে দিতে হবে এবং তার পরিমাণ অন্তত ৬০০ টাকা করতে হবে।