কলকাতা মেট্রো রেল পরিষেবায় চলছে চূড়ান্ত গাফিলতি৷ লক্ষ লক্ষ যাত্রীকে প্রাণ বাজি রেখে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে প্রায়শই৷ এর প্রতিবাদে এবং ট্রেনের সংখ্যা বাড়ানো, পুরনো রেক বাতিল করে নতুন রেক চালু, শূন্যপদে কর্মী নিয়োগ ও ইস্ট–ওয়েস্ট মেট্রোর কাজের গাফিলতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে (মালিক ও ভাড়াটে) উপযুক্ত ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে ১৬ সেপ্টেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) কলকাতা জেলা কমিটির উদ্যোগে মেট্রো ভবনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়৷ তার আগে সমস্ত মেট্রো স্টেশনে যাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করা হয়৷ এক প্রতিনিধি দল ১০ হাজার ৭৫টি স্বাক্ষর সংবলিত প্রতিবাদপত্র পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে জেনারেল ম্যানেজারের হাতে তুলে দেয়৷ অপর এক প্রতিনিধিদল ওয়াটগঞ্জে ইস্ট–ওয়েস্ট মেট্রো রেলের চেয়ারম্যানের হাতে দাবিপত্র তুলে দেয়৷ এই কর্মসূচিতে যাত্রীদের বিপুল সাড়া পাওয়া যায়৷