Breaking News

কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে মৃত্যু, সরকারি অবহেলার নজির — এস ইউ সি আই(সি)

 

এস ইউ সি আই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এক প্রেস বিবৃতিতে বলেন,
“পরিযায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নির্লজ্জ অবহেলার আর একটি প্রমাণ পাওয়া গেল গতকাল কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে একজনের মৃত্যু এবং অন্য এক সেন্টারে এক শ্রমিককে বলতে শোনা গেল যে করনায় যদি মরতেই হয় মরব, বদ্ধ ঘরে সাপের কামড়ে মরব কেন – সরকারি ঔদাসীন্যের এত নগ্ন উদাহরণ আর কী হতে পারে? অন্যদিকে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকার সময়ে আসনের সংখ্যা অনুযায়ী যাত্রী উঠবে সরকারের এই ঘোষণা সত্ত্বেও বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় মাত্রারিক্ত যাত্রী বাসগুলোতে চড়তে বাধ্য হচ্ছেন। এমনিতেই আসন সংখ্যার সমান যাত্রী নিলে শারীরিক দূরত্ব রক্ষা করার কথা প্রহসনে পরিণত হয়। ফলে সংক্রমণের মাত্রা আরও ঊর্ধ্বগামী হচ্ছে। এই কারণে ভর্তুকি দিয়ে অধিক সংখ্যক বাস-মিনিবাস-ট্রাম চালানোর দাবি করছি।
সমস্তক্ষেত্রেই সরকারের এই চরম অব্যবস্থার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি।”