পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেজিস্টার তৈরির মাধ্যমে পরিচয়পত্র প্রদান, যতদিন না শ্রমিকরা কাজ পাচ্ছে, ততদিন ফুড কুপনের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহ, সমস্ত পরিযায়ী শ্রমিকদের জবকার্ড প্রদান করে ১০০ দিনের প্রকল্পে কাজ, আই বি এস স্কিমে ফলবাগান তৈরির সুযোগ, সমস্ত পরিযায়ী শ্রমিককে মাসে অন্তত সাড়ে সাত হাজার টাকা ভাতা প্রদান, শ্রমিকদের কেন্দে্রর গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পে অন্তর্ভুক্তিকরণের দাবিতে ২৫ আগস্ট পরিযায়ী শ্রমিক সমিতির বৃন্দাবনচক শাখার পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট বিক্ষোভ দেখানো হয় ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন সমিতির পক্ষে অচিন্ত্য মণ্ডল, সঞ্জয় দাস, তপন সামন্ত প্রমুখ। প্রধান দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ১২৫ জন পরিযায়ী শ্রমিক ওই কর্মসূচিতে অংশ নেন।