কেন্দ্রীয় সরকারের অবিবেচনাপ্রসূত লকডাউনের পরিণতিতে মৃত পরিযায়ী শ্রমিকদের রেকর্ড ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সংসদে দাঁড়িয়ে চরম ঔদাসীন্য প্রকাশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা ১৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, চরম সরকারি ঔদাসীন্যের প্রতিবাদে জেলায় জেলায় ওই দিন ডিএম, এসডিও, বিডিও সহ নানা প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করা, পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যে গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্প চালু করার দাবি জানানো হয়।