Breaking News

পরিযায়ী শ্রমিক সংগঠনের রাজ্য সম্মেলন

২২ অক্টোবর কলকাতার সুবর্ণবণিক সমাজ হলে আয়োজিত হল দেশের পরিযায়ী শ্রমিকদের একমাত্র সর্বভারতীয় রেজিস্টার্ড সংগঠন ‘অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। রাজ্যের ১৫টি জেলার দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশিষ্ট শ্রমিক নেতা অসিত মণ্ডল সভাপতিত্ব করেন। মূল প্রস্তাবের উপরে ১১ জন শ্রমিক অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তাঁদের জীবনের যন্ত্রণার ও বঞ্চনার কথা তুলে ধরেন। প্রধান বক্তা এআইইউটিইউসি-র পিচমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস ভিন রাজ্যে কর্মরত এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন যুব আন্দোলনের সর্বভারতীয় নেতা নিরঞ্জন নস্কর, পরিযায়ী শ্রমিক সংগঠনের বিশিষ্ট নেতা জয়কৃষ্ণ হালদার, জয়ন্ত সাহা প্রমুখ। সংগঠনের বিশিষ্ট সংগঠক প্রজাপতি খালুয়া এবং পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক শেখ নাসিরউদ্দিন পরিবেশিত সঙ্গীত উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। সম্মেলন থেকে জয়কৃষ্ণ হালদারকে সভাপতি ও জয়ন্ত সাহাকে সম্পাদক করে ৫৯ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়।