Breaking News

‘পরিবহণ শ্রমিকের স্বীকৃতি চাই’ মোটরভ্যান চালকদের সম্মেলনে দাবি

পূর্ব মেদিনীপুরঃ চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতি, লাইসেন্স দেওয়া এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ৯ নভেম্বর এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল নিমতৌড়িতে। মূল প্রস্তাবের উপরে আলোচনা করতে গিয়ে উপস্থিত পাঁচশোর বেশি প্রতিনিধির অনেকেই নিত্যদিনের জীবনযন্ত্রণা ব্যক্ত করেন। প্রতিনিধিরা তাঁদের দাবিগুলি নিয়ে ইউনিয়নের নেতৃত্বে জোরদার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। সম্মেলন থেকে অমিত মান্নাকে সভাপতি, শেখ নুরুল ও সঞ্জয় জানাকে যু¢¬ সম্পাদক করে শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।

বাঁকুড়াঃ সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের দ্বিতীয় বাঁকুড়া জেলা সম্মেলন ১০ নভেম্বর শহরের ধর্মশালা ভবনে অনুষ্ঠিত হয়। চারশোর বেশি প্রতিনিধি অংশ নেন। কমরেড নয়ন কর্মকারকে সভাপতি ও সঞ্জয় গড়াইকে সম্পাদক করে ২৮ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। শ্রমিক নেতা কমরেড বিশ্বজিৎ ঘোষ সভাপতিত্ব করেন। দুটি সম্মেলনেই ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড জয়ন্ত সাহা মোটরভ্যান বন্ধে মালিক শ্রেণির স্বার্থরক্ষাকারী সরকার ও অন্যান্য ট্রেড ইউনিয়নগুলির আপসকামী ভূমিকা উল্লেখ করে তার বিরুদ্ধে তীব্র ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলায় বিশেষ গুরুত্ব দেন। এআইইউটিইউসি-র আসন্ন রাজ্য ও সর্বভারতীয় শ্রমিক সম্মেলন সফল করতে উপস্থিত প্রতিনিধিদের আহ্বান জানান তিনি।