পরিবহণ কর্মীর স্বীকৃতির দাবি ই-রিক্সা চালকদের

সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর নারায়ণগড়ের চাতুরিভাড়ায়। জেলার বিভিন্ন স্ট্যান্ডের প্রায় ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। চিত্তরঞ্জন পয়ড়্যা সভাপতি ও অজিত ভট্টাচার্য সম্পাদক নির্বাচিত হন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল রাম ও জেলার এআইইউটিইউসি সংগঠক পূর্ণ চন্দ্র বেরা এবং দীনেশ মেইকাপ। হুগলিঃ ই-রিক্সা চালকদের অবিলম্বে স্ট্যান্ড নির্দিষ্ট করা, চালকদের পরিবহণ কর্মীর স্বীকৃতি সহ অন্যান্য দাবিতে হুগলির চণ্ডীতলা-১ ব্লকে ২৪ সেপ্টেম্বর সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন শতাধিক চালক। চালকদের অভিযোগ, ব্লকের বিভিন্ন অঞ্চলে কয়েকশো টোটো চলাচল করলেও প্রশাসন কোনও স্ট্যান্ড নির্দিষ্ট করেনি, চালকদের পরিবহণ কর্মী হিসেবে স্বীকৃতি দেয়নি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র হুগলি জেলা সম্পাদক তপন দাস ও ই-রিক্সা চালক সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল রাম।