সারা বাংলা পরিচারিকা সমিতির বাঁকুড়া শাখার পক্ষ থেকে ২৩ মার্চ শহিদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ওই দিন সংগঠনের পক্ষ থেকে রেশনে খাদ্যদ্রব্যের পরিমাণ কমিয়ে দেওয়া, খাবার অযোগ্য আটার প্যাকেট দেওয়া, নানা অজুহাতে সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করে এসডিও-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও সামাজিক সুরক্ষা যোজনায় পরিচারিকাদের প্রাপ্য টাকা মেটানো, কেন্দ্রীয় আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করা, ৬০ বছর বয়স হলে পরিচারিকাদের বার্ধক্য ভাতা দেওয়া, সপ্তাহে একদিন ছুটি দেওয়া সহ বিভিন্ন দাবি জানানো হয়।
ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা লক্ষ্মী সরকার সহ পাঁচ জন পরিচারিকা। আলোচনার ভিত্তিতে এসডিও দাবিগুলি মেনে নেন এবং পরিচারিকাদের সামাজিক সুরক্ষা যোজনার টাকা ও বার্ধক্য ভাতা নিশ্চিত করা, মদ-সাট্টা-জুয়া বন্ধ করার জন্য উদ্যোগ নেবেন বলে জানান।