Breaking News

পরিচারিকাদের বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

২৪ ফেব্রুয়ারি সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক এবং জেলা ভূমি ও ভূমি-সংস্কার দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়। এ জেলায় পরিচারিকাদের অনেকেরই রেশন কার্ড নেই। রেশনে বরাদ্দ অনুযায়ী খাদ্যসামগ্রীও অনেকে পাচ্ছেন না। সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সমস্যা, যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত তাদের এই প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়ার মতো কিছু সমস্যা রয়েছে। এ ছাড়া পরিচারিকাদের যাঁরা মাথাগোঁজার অন্য কোনও উপায় না পেয়ে দীর্ঘ বছর ধরে মেদিনীপুর বা খড়গপুর শহরের উপকণ্ঠে খাস জায়গার উপর নিজেদের বাসস্থান বানিয়ে দিন গুজরান করছেন, তাদের আইনি অধিকার দেওয়া এবং উক্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে ছিল এই ডেপুটেশন। নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী, সহ-সম্পাদিকা ভবানী চক্রবর্তী, সমিতির সদস্যা বুলু সেনাপতি সিংহ, বিউটি বেগম, রুনু পাতর।

দুই শতাধিক পরিচারিকার এক সুশৃঙ্খল মিছিল মেদিনীপুর রেলস্টেশন থেকে কেরানিতলা হয়ে জেলাশাসক দপ্তরে পৌঁছায়। জেলাশাসক দপ্তরের সামনে বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র জেলা সম্পাদক পূর্ণ চন্দ্র বেরা, মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা ঝর্ণা জানা । এছাড়া বক্তব্য রাখেন জয়শ্রী চক্রবর্তী, ভবানী চক্রবর্তী, কবিতা জানা, ঊষা রানা প্রমুখ।

(গণদাবী-৭৩ বর্ষ ২৫ সংখ্যা_১২ মার্চ , ২০২১)

About suphal

Check Also

এ আই ইউ টি ইউ সি-র নেতৃত্বেঅভূতপূর্ব জয় ছিনিয়ে আনলেন কর্ণাটকের আশাকর্মীরা

সঠিক নেতৃত্বে আপসহীন লড়াই-আন্দোলনই যে দাবি আদায়ের একমাত্র রাস্তা– আবারও প্রমাণ করলেন কর্ণাটকের আশাকর্মীরা। এআইইউটিইউসি …