পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে বিভিন্ন দাবি নিয়ে এস ইউ সি আই (সি) ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছে। ব্লকের বিভিন্ন অঞ্চলের রাস্তা সংস্কার, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে পাকা করা, কেলেঘাই নদীর উপর মান্দার ও মনুয়া ঘাটে ব্রিজ নির্মাণ, সহায়ক মূল্যে ধান ক্রয়, বছরে ২০০ দিন কাজ ও দৈনিক ৪০০ টাকা মজুরির দাবিতে এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছে। আন্দোলনের আরও দাবি পঞ্চায়েতি দুর্নীতি বন্ধ করা, শাসক দলের চুরি, দুর্নীতি, স্বজন পোষণ, কাটমানি নেওয়া বন্ধ করা। দলের পক্ষ থেকে এ সব নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়। এ ছাড়া আবাস যোজনায় যাদের ঘর পাওয়ার উচিত, এমন দুঃস্থ মানুষদের নাম তালিকাভুক্ত করা, মদের প্রসার বন্ধ করার দাবি তোলা হয়। ২৮ জুলাই ১৪ নং খুড়মী অঞ্চলে পাঁচ শতাধিক মানুষ ডেপুটেশন দেন। ২ আগস্ট ১৩ নং বাখরাবাদ অঞ্চলে, ৯ আগস্ট ১৫ নং কুশবসান অঞ্চল এবং ৩ আগস্ট ১৪ নং কুনারপুর অঞ্চলে বিক্ষোভ ডেপুটেশন হয়। এই আন্দোলন ধ্বংস করতে পুলিশের সহায়তায় শাসক দল আক্রমণ নামিয়ে আনে। কিন্তু মানুষ দাবি আদায়ে বদ্ধপরিকর।
আন্দোলন ছাড়া সরকার কোনও দাবিই মানে না। এস ইউ সি আই (কমিউনিস্ট) কর্মীরা অধিকার রক্ষার্থে এলাকায় গড়ে তুলছে আন্দোলনের হাতিয়ার গণকমিটি।