পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, খুন-জখমের তীব্র নিন্দা করে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চ ১৬ জুন বিভাস চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, অপর্ণা সেন, কৌশিক সেন, বিমল চ্যাটার্জী, সুজাত ভদ্র, মীরাতুন নাহার, পার্থসারথি সেনগুপ্ত, রেশমী সেন, ধ্রুবজ্যোতি মুখার্জী, পবিত্র গুপ্ত, মালবিকা চ্যাটার্জী, নিরঞ্জন প্রধান, শুক্তিশুভ্র প্রধান, তরুণ কান্তি নস্কর, অনুপ ব্যানার্জী, রূপশ্রী কাহালি, তরুণ মণ্ডল, পল্লব কীর্তনিয়া প্রমুখ বিশিষ্টজনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেছে, নির্বাচনের প্রথম দিন থেকেই গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন হচ্ছে। একাধিক ব্যক্তির প্রাণ গিয়েছে, আহত হয়েছে বহু। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণ হয়েছে। সরকারি প্রশাসন এই সন্ত্রাস দমনে সম্পূর্ণ ব্যর্থ, তারা কার্যত নিষ্ক্রিয় থেকে সন্ত্রাসে সাহায্য করেছে। সন্ত্রাসকে মুখ্যমন্ত্রীর লঘু করে দেখানোরও নিন্দা করা হয়েছে।
মঞ্চ বলেছে, রাজ্যে অতীতেও নির্বাচনে খুন, সন্ত্রাস হয়েছে। আমরা নির্দ্বিধায় তার নিন্দা করেছি। এবার আমরা আশা করেছিলাম, নির্বাচনী সন্ত্রাস দমনে প্রশাসন ও নির্বাচন কমিশন সক্রিয় হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আমরা চাই, অবিলম্বে প্রশাসন, নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দলগুলি বিশেষত শাসক দল রক্তপাত ও প্রাণহানি বন্ধে উদ্যোগী হোক।