সমস্ত শিল্প শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা, সমস্ত শ্রমিকদের পরিচয়পত্র,পি এফ, ই এস আই, অবসরকালীন ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা, এবং মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, সমকাজে সম বেতন, দিনে ৮ ঘন্টার বেশি কাজ না করানো, আশা–অঙ্গনওয়াড়ি–মিড-ডে মিল সহ সমস্ত স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান, ইস্পাত ও কয়লা শিল্প সম্পদকে দেশি–বিদেশি পুঁজিপতিদের কাছে বিক্রি না করা, এফ আর ডি আই বাতিল, এফ ডি আই বাতিল, শ্রম আইন সংশোধন করে মালিকদের হাতে ছাঁটাই লে–অফ–ক্লোজারের অবাধ ক্ষমতা তুলে না দেওয়া, মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রভৃতি দাবিতে ৭ ফেব্রুয়ারি আসানসোলে সংগঠিত–সংগঠিত ক্ষেত্রের দুই শতাধিক শ্রমিক ডি এম দপ্তরে বিক্ষোভ দেখান ও স্মারকলিপি জমা দেন৷ নেতৃত্ব দেন বর্ধমান জেলা এ আই ইউ টি ইউ সি–র সভাপতি, সহ সভাপতি ও সম্পাদক যথাক্রমে কমরেডস প্রণবেশ দত্ত, অমর চৌধুরী ও বাবলা ভট্টাচার্য৷