Breaking News

ন্যায়বিচার পেতে আন্দোলনই রাস্তা

আর জি কর আন্দোলনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি প্রসঙ্গে এসইউসিআই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,সুপ্রিম কোর্টের বিচারহীনতায়় হতাশার মাঝে আজ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের কার্যত যে ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এই নৃশংস ঘটনায় মানুষের মন যখন বেদনাদীর্ণ তখন তাদের উৎসবে ফিরে আসার যে নিদান দেওয়া হয়েছে– আমরা তার তীব্র নিন্দা করছি। শুধু তাই নয়, রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে রোগীর মৃত্যুর জন্য যে ভাবে বিচারপ্রার্থী জুনিয়র চিকিৎসকদের দায়ী করেছেন এবং প্রতিবাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে যে বিবৃতি দিয়েছেন, তা একটি অসত্যভাষণ। সকলেই জানেন, ১৪ আগস্ট রাত থেকে ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান সহকারে লক্ষ লক্ষ মানুষ যে সক্রিয় প্রতিবাদ করেছেন– তাতে সামান্যতম বিশৃঙ্খলাও দেখা যায়নি। আমরা মনে করি, সর্বস্তরের মানুষের যে অভূতপূর্ব প্রতিবাদ এই নারকীয় ঘটনার বিচার চেয়ে রাস্তায় আছড়ে পড়ছে, সেই আন্দোলনের শক্তিবৃদ্ধির দ্বারাই বিচার পাওয়া সম্ভব হবে। সেই আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।