Breaking News

ন্যায়বিচার, গণতান্ত্রিক কাঠামো ও মানবাধিকার রক্ষার দাবিতে লিগাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্মেলন

ন্যায়বিচার নিশ্চিত করা, গণতান্ত্রিক কাঠামো ও মানবাধিকার রক্ষা সহ আইনজীবী-ল-ক্লার্ক-ডিড রাইটারদের ১১ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল লিগাল সার্ভিস সেন্টারের চতুর্থ রাজ্য সম্মেলন। কলকাতার মৌলালী যুবকেন্দ্রে ২২ ফেব্রুয়ারি প্রকাশ্য অধিবেশনে পাঁচশতাধিক মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, কলকাতা ও বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী, প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন। এ ছাড়াও বক্তব্য রাখেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার, প্রাক্তন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশনস জাজ অনন্ত কুমার বর্ধন, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখার্জী। উপস্থিত ছিলেন পাটনা হাইকোর্টের অ্যাডভোকেট গোপালকৃষ্ণ, জামশেদপুর আদালতের চন্দনা ব্যানার্জী প্রমুখ।

সংগঠনের সম্পাদক প্রবীণ আইনজীবী ভবেশ গাঙ্গুলী সমস্ত অতিথিদের হাতে স্মারক ও উপহার তুলে দেন। ২৩ ফেব্রুয়ারি প্রতিনিধি অধিবেশনে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের অধিকাংশ আদালত থেকে আগত তিনশতাধিক প্রতিনিধি নতুন ন্যায় সংহিতা সহ আইনের কাঠামো পরিবর্তন এবং আইনজীবী-ল ক্লার্ক, ডিড রাইটারদের সমস্যা সমাধানে আন্দোলনের বিষয়ে আলোচনা করেন। দেশের বর্তমান সংকটগ্রস্ত পরিস্থিতি সমাধানে আন্দোলনে এগিয়ে আসার জন্য প্রতিনিধিদের কাছে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন বিচারক অনন্ত বর্ধন ও সংগঠনের সংগঠক রূপম চৌধুরী। সম্মেলন থেকে চিত্ততোষ মুখার্জীকে প্রধান উপদেষ্টা, প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারকে সভাপতি ও আইনজীবী কার্তিক কুমার রায়কে সম্পাদক করে ৭৭ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়।