বহরমপুরঃ ৪ জানুয়ারি বহরমপুরে চার শতাধিক মানুষের উপস্থিতিতে টেক্সটাইল কলেজ মোড়ে আয়োজিত হল ‘দ্রোহের বর্ষর্বরণক্স। উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাত। তিনি বলেন, সমাজের নানা স্তরের মানুষ এই আন্দোলনের আবেদনে একাত্ম হয়ে উঠেছেন। আন্দোলনের এই চরিত্রেই ভয় পেয়েছে শাসক। এই আন্দোলন কোনও নেতার অঙ্গুলিহেলনে গড়ে ওঠেনি, উঠেছে সমাজের গর্ভ থেকে।
ডাঃ অনিকেত মাহাতকে সম্বর্ধনা জানান মুর্শিদাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব বিশ্বাস, মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে জেলা সম্পাদক ডাঃ রবিউল আলম। পিএমপিএআই-এর পক্ষ থেকে ডাঃ সামসুল আজাদ, বিজ্ঞান ভাবনার পক্ষ থেকে এ কে এম বজলুল হক ও উত্তরণ সমাজের পক্ষে বিদেশ মণ্ডল। আর জি কর আন্দোলন সংক্রান্ত ঝড় পত্রিকার বিশেষ সংখ্যা ‘বিচার পথের সহযাত্রী’ ডাঃ মাহাতর হাতে তুলে দেন বিশিষ্ট লেখক ও অনুষ্ঠানের অন্যতম আহ্বায়ক চন্দ্রপ্রকাশ সরকার। মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ অধ্যাপক আবুল হাসনাত এবং প্রাণতোষ সেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রারম্ভিক বক্তব্য রাখেন ‘ঝড়’ পত্রিকার সম্পাদক কৌশিক চ্যাটার্জী। উপস্থিত ছিলেন নাট্যকর্মী, পরিচালক, সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক, শিল্পী, সমাজকর্মী সহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছাত্র জুনিয়র ডাক্তার ও নার্স।
তমলুকঃ অভয়ার ন্যায়বিচার চেয়ে ৪ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের তমলুকের শংকর আড়া বাসপুল এলাকায় গান, আবৃত্তি, আলোচনার মাধ্যমে প্রতিবাদ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান হয় ‘আর জি করের পাশে আমরা তমলুকবাসী’র উদ্যোগে। উপস্থিত ছিলেন ডাঃ ললিত কুমার খাঁড়া, শিক্ষিকা চন্দনা জানা, বন্দনা অধিকারী, সুধাংশু অধিকারী প্রমুখ।
জঙ্গিপুরঃ ৫ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বয়েজ হাই স্কুলে আর জি কর ঘটনার পর থেকে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিবাদে জঙ্গিপুর নাগরিক সমাজের পক্ষ থেকে আন্দোলনের ধারাবাহিকতায় একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিবাদী মুখ ডাঃ গৌরাঙ্গ প্রামাণিক। তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উদ্দেশ্য, অভয়ার সুবিচার এবং জনমুখী স্বাস্থ্য পরিষেবা চালু ও থ্রেট কালচার সহ স্বাস্থ্যব্যবস্থার নানা দিক তুলে ধরেন। বক্তব্য রাখেন সুতি নারী ও শিশু সুরক্ষা কমিটির সম্পাদিকা ডঃ সংঘমিত্রা গোস্বামী, নৃত্যশিল্পী জঙ্গিপুর কলাকেন্দে্রর পক্ষ থেকে পিয়ালী বণিক, শিক্ষক মাসুদ হাসান। সভাপতিত্ব করেন শেফালী পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊষা সাহিত্য পত্রিকার সভাপতি সুরজিৎ দাস।
রানাঘাটঃ ১ জানুয়ারি মেডিকেল সার্ভিস সেন্টার, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন নদিয়া জেলার রানাঘাট মহকুমা শাখার পক্ষ থেকে অভয়ার বিচারের শপথ দিবস পালিত হল। বক্তব্য রাখেন অধ্যাপক বিক্রম দেবনাথ, দীপঙ্কর সরকার, গোলাম নবীন মণ্ডল এবং শপথনামা পাঠ করেন আশারুল মণ্ডল। সঞ্চালক ডাক্তার সত্যজিৎ রায়, সভাপতিত্ব করেন দীপঙ্কর সরকার।
কাঁচরাপাড়াঃ ১ জানুয়ারি ২০২৫ অভয়ার ন্যায় বিচারের দাবিতে দীর্ঘস্থায়ী গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ‘শপথ দিবসে’ শপথ গ্রহণ করা হয় ও শেষে মেডিকেল সার্ভিস সেন্টার ও বীজপুর নাগরিকবৃন্দের পক্ষ থেকে উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়া গান্ধীমোড় ও স্টেশন চত্ত্বরে একটি প্রতিবাদ মিছিল হয়। বহু মানুষ স্লোগানে গলা মেলান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিক দুর্জয় ব্যানার্জী, ফার্মাসিস্ট শ্যামল দত্ত, ডাঃ শম্ভুনাথ মণ্ডল বক্তব্য রাখেন। শপথপত্র পাঠ করেন সীমা নন্দী।
সখেরবাজারঃ ৫ জানুয়ারি অভয়ার ন্যায় বিচারের দাবিতে, প্রশাসন ও সিবিআই-এর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কলকাতার বেহালায় সখের বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। উপস্থিত ছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম নেতা ডব্লিউবিজেডিএফ-এর ডাঃ অনিকেত মাহাত ও এমএসসি-এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র।