কলকাতা হাইকোর্টে নেতাজি স্মরণঃ কলকাতা হাইকোর্টে লিগাল সার্ভিস সেন্টারের উদ্যোগে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশিষ্ট সিনিয়র ব্যারিস্টার অনিন্দ্য মিত্র ও জয়ন্ত মিত্র। এ ছাড়াও মাল্যদান করেন সিনিয়র অ্যাডভোকেট ঋজু ঘোষাল, পীযূষ চতুর্বেদে, হাইকোর্ট বারের প্রাক্তন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক সহ বহু আইনজীবী, ল ক্লার্ক, ল স্টুডেন্ট সহ সাধারণ মানুষ।
রাজস্থানঃ রাজস্থানের জয়পুরে সিআরপি কলোনিতে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর উদ্যোগে ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান হয়। বক্তব্য রাখেন কমরেড কুলদীপ সিং, এআইএমএসএসের ইনচার্জ কমরেড রচনা, এআইডিএসও-র ইনচার্জ কমরেড মনু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি) রাজ্য প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শঙ্কর দহিয়া। দেশাত্মবোধক গান এবং ‘খুদা হাফিজ’ নাটক পরিবেশিত হয়।
মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের মহারাজ বাড়েতে ২৫ জানুয়ারি নেতাজি ইয়াদগার কমিটির উদ্যোগে জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কমিটির মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক রচনা আগরওয়াল। এ ছাড়া বক্তব্য রাখেন রূপেশ জৈন। পরিচালনা করেন শ্রুতি শিবহরে।