Breaking News

নেট–পিজি উত্তীর্ণদের উচ্চশিক্ষার সুযোগের দাবিতে চিকিৎসকদের লাগাতার অবস্থান

 

গ্রামের মানুষের জন্য বিশেষজ্ঞের চিকিৎসা সুনিশ্চিত করতে এবং হাইকোর্ট এবং স্যাটের রায় মেনে অবিলম্বে নিট–পিজি উত্তীর্ণ সরকারি চিকিৎসকদের টিআর দিয়ে এমডি–এমএস–পিজি ডিপ্লোমা পড়ার সুযোগের দাবিতে ২৩ আগস্ট থেকে সার্ভিস ডক্টর্স ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্যোগে চিকিৎসকদের লাগাতার অবস্থান–বিক্ষোভ এবং মুখ্যমন্ত্রী ডেপুটেশনের কর্মসূচি পালিত হয়৷

২৫ আগস্ট সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস এক বিবৃতিতে জানিয়েছেন, সুবোধ মল্লিক স্কোয়ারে ডাঃ বিধানচন্দ্র রায়ের বাড়ির সামনে অনুষ্ঠিত এই অবস্থান বিক্ষোভে পাঁচ শতাধিক চিকিৎসক, বুদ্ধিজীবী, মেডিকেল ছাত্র, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷ বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত ডাঃ অশোক সামন্ত, প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক অধ্যাপক তরুণ নস্কর, বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী অধ্যাপিকা মীরাতুন নাহার এবং বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম সম্পাদক দিলীপ চক্রবর্তী, ডঃ অম্বিকেশ মহাপাত্র সহ ৪০০ জন চিকিৎসক৷ হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, এএইচএসডি, নার্সেস ইউনিটি ইত্যাদি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন৷

তিনি আরও বলেন, ‘সরকার যেহেতু আদালতের রায় মানছে না, তাই আমরা ইতিমধ্যেই আইন যাঁরা তৈরি করেন সেই সব বিধায়কদের সকলকে আবেদন জানিয়েছি বিষয়টিতে হস্তক্ষেপ করতে৷ বিধায়করা অনেকেই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন৷ আমরা মুখ্যমন্ত্রীকেও আবেদন জানিয়েছি অবিলম্বে সকলকে টিআর দিয়ে রিলিজ করার নির্দেশ দিতে৷’

(৭১ বর্ষ ৫ সংখ্যা ৩১ আগস্ট, ২০১৮)