শূন্যপদে নিয়োগের দাবিতে ছত্তিশগড়ের দুরগে ১৫ সেপ্টেম্বর এআইডিওয়াইও-র নেতৃত্বে যুবকদের একটি মিছিল সংগঠিত হয়। সংগঠনের নেতা বিশ্বজিৎ হারোড়ে জানান, হাজার হাজার বেকার যুবক কাজের খোঁজে হন্যে হলেও রাজ্যের কংগ্রেস সরকার নিয়োগ বন্ধ করে রেখেছে। সেখানকার আড়াই লাখের বেশি সরকারি শূন্যপদে অবিলম্বে বেকার যুবকদের নিয়োগ, কাজ না দেওয়া পর্যন্ত উপযুক্ত পরিমাণে বেকারভাতা, কাজের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি, ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করা, চুক্তিভিত্তিক নিয়োগের বদলে স্থায়ী নিয়োগের দাবি তুলছেন সংগঠকরা।