Breaking News

নির্ভয়া দিবসে নারী সুরক্ষার শপথ

 

১৬ ডিসেম্বর ‘নির্ভয়া দিবসে’ নারীনিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে সভা অনুষ্ঠিত হয় (উপরের ছবি)৷ প্রতিবাদী সঙ্গীত, কোরিওগ্রাফি, আবৃত্তির কোলাজ, পথনাটক এবং বক্তব্যের মধ্য দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র ধিক্কার ধ্বনিত হয়৷ হাওড়া নাট্যমঞ্চ, সোনারপুর মনীষা গোষ্ঠী পথনাটকের মধ্য দিয়ে পণপ্রথা ও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান৷ বিশিষ্ট বাচিক শিল্পী রূপশ্রী কাহালি ও তাঁর ছাত্রীরা আবৃত্তি পরিবেশন করেন৷ ছাত্রীদের একটি গ্রুপ এবং শর্মিষ্ঠা রায় নৃত্য কোরিওগ্রাফির মধ্য দিয়ে নারী শক্তির জয় ঘোষণা করেন৷ সৃজনী, অগ্নিবীণা এবং সাম্পান গোষ্ঠী সঙ্গীতের মাধ্যমে নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়৷ বক্তব্য রাখেন অধ্যাপিকা ডাঃ নূপুর ব্যানার্জী, কমিটির সভাপতি অধ্যাপক পবিত্র কুমার গুপ্ত৷

ওই দিন আগরতলায় এআইএমএসএস, ডিওয়াইও, ডিএসও–র উদ্যোগে নির্ভয়া দিবস পালিত হয়৷ বক্তব্য রাখেন কমরেডস শিবানী ভৌমিক, ভবতোষ দে ও মৃদুলকান্তি সরকার৷

(গণদাবী : ৭২ বর্ষ ২০ সংখ্যা)