Breaking News

নির্ভয়া দিবসে অভয়ার ন্যায়বিচারের দাবি

‘নির্ভয়া দিবসে অঙ্গীকার“অভয়ার ন্যায়বিচার’– এই দাবিকে সামনে রেখে দিল্লিতে নির্ভয়ার ঘটনার ১২ বছরে ১৬ ডিসেম্বর কলকাতার রাসবিহারী মোড়ে ‘সৃজনী’ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে মহিলাদের প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী নাটক, সঙ্গীত, আবৃত্তির কোলাজ, নৃত্য পরিবেশিত হয়।

বক্তব্য রাখেন অভয়ার বিচারের দাবিতে প্রথম দিন থেকে আন্দোলনরত বিশিষ্ট নার্স সাগরিকা সর্দার। তিনি অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে এলাকায় এলাকায় গণকমিটি তৈরির আহ্বান জানান।