‘ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রের যথার্থ প্রতিফলন কি সম্ভব’ এই বিষয়ে ৩ মার্চ উত্তর ২৪ পরগণার নৈহাটিতে সিপিডিআরএসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাগত ভাষণ দেন সংগঠনের কার্যকরী সভাপতি অধ্যাপক সৌম্য সেন। বক্তব্য রাখেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতার অধ্যাপক স্বাগতম দাস, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, পশ্চিমবঙ্গের আহ্বায়ক উজ্জয়নী হালিম এবং শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের সহ সভাপতি, প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল প্রমুখ। সঞ্চালনা করেন সিপিডিআরএস-এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক। বক্তারা বলেন, নির্বাচনে মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার, মাদক দ্রব্য, জাতি-ধর্ম-বর্ণ বিদ্বেষ, ঘৃণা-ভাষণ, কর্পোরেট সংস্থার প্রভাব, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা, পুলিশ-প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মিথ্যা সংবাদ তৈরি, প্রচার, নাগরিকদের বিভ্রান্ত ও প্রতারিত করা, ভোটিং মেশিনে কারচুপি ইত্যাদি নির্বাচনকে প্রহসনে পরিণত করে। ফলে নির্বাচনে যথার্থ জনমত প্রতিফলিত হয় না। নানা পরিসংখ্যানের ভিত্তিতে বক্তারা সেগুলি তুলে ধরেন। তাঁরা বলেন, নাগরিক সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে এই ধরনের সেমিনার বিশেষ গুরুত্ব বহন করবে।