নির্বাচনের স্বার্থে উৎসবকে ব্যবহারের প্রতিযোগিতায় নেমেছে শাসক দলগুলি

 

এস ইউ সি আই (সি) দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৭ অক্টোবর এক বিবৃতিতে বলেন,

“করোনা-অতিমারি জনিত দীর্ঘ লকডাউনের ফলে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে গরিব মানুষের রুটি-রুজি বাস্তবে বন্ধ, একের পর এক শিল্প-কারখানায় ঝাঁপ পড়ছে ও বেকারি বাড়ছে তখন দুর্গাপুজো ও সেই সম্পর্কিত নানা বিষয়ের সংগে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ নিম্নবিত্ত মানুষ যাদের এই সময় কিছু উপার্জন হয় তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করাটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু খুব বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ করছি, কেন্দ্রীয় ও রাজ্য সরকার তা না করে তাদের নেতা-মন্ত্রীরা আগামী বিধানসভা নির্বাচনের স্বার্থে এই উৎসবকে কতটা ব্যবহার করা যায় তার প্রতিযোগিতায় নেমেছেন। আগে ইমামভাতা ও সাম্প্রতিক পুরোহিত ভাতা প্রদানের ঘোষণার কারণও একই। ক্লাবগুলিকে আর্থিক অনুদান বাস্তবে একই উদ্দেশ্যেই করা হয়েছে। অথচ উৎসবের এই দিনগুলিতে সংক্রমণ প্রবলভাবে বাড়ার সম্ভাবনা থাকলেও তা প্রতিরোধে কার্যকরী কোনও ব্যবস্থার উল্লেখ সরকারগুলির তরফে নেই। আমাদের দৃঢ় বিশ্বাস উৎসবের এই মাসে সার্বজনীন পুজোর সংগঠকরা সংক্রমণ-বৃদ্ধি প্রতিরোধে এবং রাজ্যের গরিব মানুষদের সাহায্যে সক্রিয়ভাবে এগিয়ে আসবেন”।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৯ সংখ্যা_১৭ অক্টোবর, ২০২০)