নিট-ইউজি পরীক্ষায় চূড়ান্ত দুর্নীতির প্রতিবাদে ৮ জুন এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে নিট কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে কলকাতায় একটি বিক্ষোভ মিছিল হয়।
একইসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক মাস পর এখনও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালুর দাবি করা হয়।
কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে ছাত্রছাত্রীদের এই মিছিল কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে পৌঁছলে সেখানে একটি সভা হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌরাঙ্গ খাটুয়া এবং ডাঃ অনুপম ভট্টাচার্য।
ইতিমধ্যেই নিট-ইউজি কেলেঙ্কারির প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তুলতে এআইডিএসও-র সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে দেশ জুড়ে অনলাইন স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং ১০ জুন সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। এআইডিএসও-র নেতৃত্বে এই সর্বব্যাপক দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী ছাত্র আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।