নিটে পাহাড়প্রমাণ দুর্নীতি বিক্ষোভ সেভ এডুকেশন কমিটির

সারা বাংলা সেভ এডুকেশন কমিটির আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে নিট ২০২৪ এর দুর্নীতির প্রতিবাদে ২০ জুন শিক্ষক, অধ্যাপক, বিজ্ঞানী ও ডাক্তার সহ শতাধিক শিক্ষাপ্রেমী মানুষ বিক্ষোভ দেখান। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী, প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক অমিতাভ দত্ত, সর্বভারতীয় সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর, মেডিকেল সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শুভঙ্কর চট্টোপাধ্যায় ও সার্ভিস ডক্টর ফোরামের সহ-সভাপতি ডাঃ সুদীপ দাস। সভা থেকে দাবি ওঠে– এনটিএ পরিচালিত ২০২৪-র নিট পরীক্ষা বাতিল করে রাজ্য স্তরে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা অবিলম্বে গ্রহণ করতে হবে। অসংখ্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এনটিএ সংস্থাকে বাতিল করতে হবে। দুর্নীতির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সভায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক প্রদীপ দত্ত। সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ মিত্র জাতীয় শিক্ষানীতি ও এনটিএ-কে বাতিলের দাবিতে শিক্ষাপ্রেমী মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে ২৩ জুন এক বিবৃতিতে নিট সহ সাম্প্রতিক পরীক্ষা দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে এবং পরবর্তী পরীক্ষার দিন যত দ্রুত সম্ভব ঘোষণার দাবি জানানো হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে সমগ্র চিকিৎসক সমাজ এবং ডাক্তারি ছাত্রছাত্রীদের সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে।