নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি ও মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর উদ্যোগে ১৩ অক্টোবর হাওড়া ময়দানে উত্তরপ্রদেশের হাথরাসে মনীষা বাল্মীকির নৃশংস ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে এক সভা হয়। সভার সূচনা করেন মিতা হোড়। বক্তব্য রাখেন সিপিডিআরএস-এর জেলা যুগ্ম-সম্পাদক হাওড়া কোর্টের বিশিষ্ট আইনজীবী বিজয় অগ্রহরি, আইনজীবী আবরাল আহমেদ, হিউম্যান রাইটস-এর পক্ষে গণেশ গুপ্ত, বিপিএ-র রাজ্য সভাপতি অনুপম চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী সাবিনা সৈয়দ, হুনেই ফতেমা, আইনজীবী মাধুরী ঝা, আইনজীবী আতাউল প্রমুখ। সভা জনসমাগমে ধিক্কার সভার রূপ নেয়। সভা থেকে ১৬ জনের একটি কমিটি গঠিত হয়েছে। বক্তারা মদ ও অশ্লীলতা প্রসারের বিরুদ্ধে এবং নারী নির্যাতন বন্ধে এলাকায় এলাকায় নাগরিক কমিটি গঠন ও কোথাও এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদের আহ্বান জানান।