70 Year 33 Issue 6 April, 2018
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন রুখতে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ গ্রহণের দাবিতে আসামের শিলচরে ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এবং মহিলা সংগঠন এআইএমএসএসের যৌথ উদ্যোগে ২৮ মার্চ আসামের শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এ আই ডি এস ও–র রাজ্য সম্পাদক কমরেড প্রোজ্জ্বল দেব৷ তিনি বলেন, বিজেপি নারী নির্যাতন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, অথচ রাজ্য সরকারের দেওয়া তথ্যই বলছে, তাদের শাসনকালে ২৯,২২৩টি ধর্ষণ, ধর্ষণ করে হত্যা, বধূ হত্যা ইত্যাদি ঘটনা ঘটেছে৷ গ্রেপ্তার হয়েছে মাত্র ৭৬ জন অপরাধী৷ সম্প্রতি হাইলাকান্দির নবম শ্রেণির ছাত্রী ও নগাঁও–এর পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে হত্যার ঘটনা রাজ্যের মহিলাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে৷ রাজ্য সরকার নারী নির্যাতন রোধে সম্পূর্ণ ব্যর্থ৷ এ ছাড়াও বক্তব্য রাখেন এআইএমএসএসের রাজ্য সম্পাদিকা কমরেড দুলালী গাঙ্গুলী এবং এআইডিওয়াইও–র জেলা সম্পাদক কমরেড বিজিৎকুমার সিনহা৷ সভা শেষে তিনটি সংগঠনের কর্মীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র প্রদান করে৷