২০ এপ্রিল খড়গপুরে আদিবাসী তরুণীকে ধর্ষণ ও খুন করে বাড়ির কাছে ফেলে রেখে যায় একদল দুষ্কৃতী। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের সর্বত্র নারী নির্যাতনের প্রতিবাদে ২১ এপ্রিল দুর্গাপুরের প্রান্তিকা বাসস্ট্যান্ডে এবং ২৩ এপ্রিল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির রাঙামটিতে বিক্ষোভ দেখায় মানবাধিকার সংগঠন সিপিডিআরএস।
দুর্গাপুরের বিক্ষোভে সামিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিবানী রায় বলেন, উন্নাও হাথরসের মতো পশ্চিমবঙ্গের সর্বত্র নারীরা আক্রান্ত। আমরা ছাত্রীরা প্রতি মুহূর্তে নিরাপত্তার অভাব বোধ করছি। আশাকর্মী কেকা পাল কার্শিয়াং এর নির্যাতিতা আশা কর্মীর উপর আক্রমণের তীব্র নিন্দা করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। রাজ্য সহ-সম্পাদক সুচেতা কুণ্ডু বক্তব্য রাখেন। রাঙামাটিতে স্থানীয় মহিলারা সংগঠিত ভাবে অহল্যা বাঈ রোড অবরোধ করেন। বক্তব্য রাখেন সবিতা ঘোষ, মঙ্গলা বারী, পাপিয়া সরেন, সুব্রত সিংহ, স্বপন নাগ প্রমুখ।