তমলুক শহরের ১৯ নং ওয়ার্ডে কাপাশগেড়িয়ায় শ্যামল বেরার স্ত্রী সুমিত্রা বেরাকে ২৩ মে রাতে তাঁর ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করেন৷ অভিযোগ, প্রতিবেশী সুশান্ত জানা এবং তাঁর পরিবারের সদস্যরা ওই দিন রাতে সুমিত্রাকে প্রথমে প্রচণ্ড মারধর করে৷ পরে আক্রমণকারীরা ঘরের জানালা ভেঙে ঢুকে কেরোসিন ঢেলে সুমিত্রার গায়ে আগুন ধরিয়ে দেয়৷ ওই সময় সুমিত্রার স্বামী বাড়িতে ছিলেন না৷ এই খবর ছাপতে যাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷
২৫ মে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে তমলুক থানায় বিক্ষোভ দেখানো হয়৷ ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন কমিটির সভাপতি রণজিৎ জানা, সম্পাদক মঞ্জুশ্রী মাইতি প্রমুখ৷
(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)