ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার ভরা কটালের জেরে কোথাও নদীবাঁধ উপচে, কোথাও নদীবাঁধ ভেঙে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গৃহহীন বহু পরিবার। এবার এই নদীবাঁধ রক্ষায় দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নান্দাভাঙাতে সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি গঠিত হল। ১৬ জুন একশোর বেশি স্থানীয় মানুষের উপস্থিতিতে ৩৩ জনকে নিয়ে কমিটি গঠিত হয়। কমিটির এক সদস্য বলেন, আমরা আজ এখানে নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি গঠন করলাম। বিভিন্ন জায়গায় আমাদের এই কমিটি আছে। অন্যান্য জায়গাতেও এই কমিটি গঠিত হবে। আমাদের দাবি, সুন্দরবনকে বাঁচাতে স্থায়ী কংক্রিটের নদীবাঁধ, ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলা। সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটির সম্পাদক অশোক শাসমল জানান, উপকূল এলাকায় সর্বত্র অঞ্চল কমিটি গঠিত হচ্ছে। ১-৭ জুলাই দাবি সপ্তাহে কমিটিগুলি স্থায়ী বাঁধের দাবিতে সেচ দপ্তরকে পোস্টকার্ডে চিঠি পাঠাবে।