নাগরিক প্রতিরোধ মঞ্চের মানববন্ধন

শিলিগুড়ি

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১৪ আগস্ট রাজ্যে ১০০টির বেশি স্থানে নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। মঞ্চের নেতা প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল বলেন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির ব্যাপক বেসরকারিকরণ, লাভজনক সংস্থাগুলির বিলগ্নিকরণ, রেল, ব্যাঙ্ক, বিমা, প্রতিরক্ষা, তেল-ক্ষেত্র, ইস্পাত, খনি, বন্দর, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যের বেসরকারিকরণ ও বিক্রি করে দেবার প্রতিবাদে সর্বত্র মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির চূড়ান্ত জনবিরোধী নীতির ফলে দেশে ধনী দরিদ্রের পার্থক্য বাড়ছে, বেকারি সর্বোচ্চ মাত্রায়, মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, কলকারখানা, চা বাগান, চটকল বন্ধ, কৃষক-শ্রমিক মারা কালা আইন গৃহীত হয়েছে। এ সবের বিরুদ্ধেই ছিল মানববন্ধন।

গণদাবী ৭৪ বর্ষ ৪ সংখ্যা