যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ, জাতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজভূষণ শরন সিংহ সহ কয়েকজন কোচের গ্রেপ্তারের দাবিতে দিল্লিতে মাসাধিককাল অবস্থানরত কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে এবং সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধের প্রতিবাদে ও মানবাধিকার রক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুকে পথে নামলেন নাগরিকরা৷
২৭ মে তমলুক পৌরসভার সামনে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস–এর ডদ্যোগে এক নাগরিক প্রতিবাদ সভায় মূল প্রস্তাব পাঠ করেন অধ্যাপক সঞ্জীব কুইলা৷
বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই, ডাঃ ললিত কুমার খাঁড়া, প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক নরেন্দ্রনাথ মাইতি, শিক্ষক তপন জানা, সমাজকর্মী মানিক মাইতি প্রমুখ৷
সমস্ত বক্তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অগণতান্ত্রিক কার্যকলাপ ও প্রতিবাদীদের কণ্ঠরোধ, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, সাজানো এনকাডন্টারে হত্যার তীব্র সমালোচনা করেন ও সমস্ত গণতন্ত্রপ্রিয় নাগরিকদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান৷
সভায় এনআরসি প্রত্যাহারেরও জোরালো দাবি ওঠে৷