Breaking News

নভেম্বর বিপ্লব স্মরণে

দলের শিবপুর সেন্টারে মহান লেনিন ও স্ট্যালিনের ছবিতে মাল্যদান করেন দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷

 

৭ নভেম্বর মহান নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম দিবস দলের কেন্দ্রীয় কমিটির ডাকে দেশ জুড়ে উদযাপিত হয়৷ দলের অফিস, সেন্টার এবং শহর ও গঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে মহান লেনিন ও স্ট্যালিনের ছবিতে মাল্যদান, দলের পতাকা উত্তোলন, উদ্ধৃতি প্রদর্শনী, বুক স্টল, ব্যাজ পরিধান, সভা প্রভৃতির মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷

সল্টলেক সেন্টারে ছবিতে মাল্যদান করেন পলিটবুরোর প্রবীণ সদস্য কমরেড অসিত ভট্টাচার্য৷
দলের কেন্দ্রীয় অফিসে মাল্যদান করেন পলিটবুরো সদস্য কমরেড স্বপন ঘোষ৷

 

কলকাতার এসপ্ল্যানেডে লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমরেড স্বপন ঘোষ ও পলিটবুরো সদস্য রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য৷ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেডস ছায়া মুখার্জী, মানব বেরা, স্বপন ঘোষাল, অশোক সামন্ত সহ নেতা–কর্মীরা৷