Breaking News

নভেম্বর বিপ্লব বার্ষিকীতে মহান স্ট্যালিনের মূর্তি স্থাপন করলেন চুভাশিয়ার মানুষ

বিশ্বজুড়ে বুর্জোয়া প্রচারবিদরা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্টে্রর অন্যতম রূপকার ও বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা স্ট্যালিনের বিরুদ্ধে অপপ্রচারে এক দিনও ঢিলে দেয় না। কিন্তু রাশিয়ার জনগণের বুকে এই মহান নেতার স্মৃতি অমলিন।

৭ নভেম্বর এই মাহন নেতার আবক্ষ মূর্তি আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হল রাশিয়ার চুভাশিয়া প্রদেশের ক্রাসনোচেটাস্কি জেলার খোরাবার গ্রামে। এই মূর্তি স্থাপিত হয়েছে ফ্যাসিবাদী হিটলারের বাহিনীর বিরুদ্ধে দেশরক্ষার মহান যুদ্ধে অংশগ্রহণকারী এবং ‘রেড স্টার’ সম্মানের ধারক নিকোলাইভিচ দাদিউকোভ-এর বাড়ির কাছে। তাঁর নাতি ইউরি দাদিউকোভও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত এবং একজন সুপরিচিত ইতিহাসবিদ, তিনি তাঁর সাথীদের ও শিল্পী নিকোলাই সেমাকিনের সহযোগিতায় মূর্তিটি স্থাপন করেছেন। চুভাশিয়ায় স্থাপিত হওয়া এটি কমরেড স্ট্যালিনের দ্বিতীয় মূর্তি। প্রথমটি কানাস্কি জেলার ভুটাবসি গ্রামে অবস্থিত।