নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর উদ্যোগে দেশ জুড়ে ৭– ১৭ নভেম্বর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়৷ ৭ নভেম্বর এলাকায় এলাকায়, রাস্তার মোড়ে, স্টেশনে রক্ত পতাকা উত্তোলন, লেনিন ও স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান ও ব্যাজ পরিধান অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষে বিভিন্ন স্থানে সভা ও পথসভা অনুষ্ঠিত হয়৷
মহান মার্কসবাদী চিন্তানায়কদের চিন্তাসংবলিত পুস্তক বিক্রির স্টল করা হয় নানা স্থানে৷ ১২ নভেম্বর শিলিগুড়িতে এক মিছিল বাঘাযতীন পার্কে শুরু হয়ে কোর্ট মোড়ে শেষ হয়৷
১৫ নভেম্বর কলকাতায় অসংখ্য লাল পতাকা এবং মহান লেনিন ও মহান স্ট্যালিনের ছবিতে সুসজ্জিত ও সুশৃঙ্খল এক গণমিছিল নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে৷ শ্রদ্ধানন্দ পার্ক থেকে শুরু হয়ে এসপ্ল্যানেডে লেনিন মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়৷ লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এবং রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ মিছিলে নেতৃত্ব দেন কমরেড প্রভাস ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেডস সৌমেন বসু, শঙ্কর সাহা ও গোপাল কুণ্ডু৷ এ ছাড়া মিছিলের সামনের সারিতে ছিলেন রাজ্য কমিটির নেতৃবৃন্দ৷
(৭১ বর্ষ ১৫ সংখ্যা ২৩ – ২৯ নভেম্বর, ২০১৮)