নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুচিকিৎসা, নন্দীগ্রামের সকল মৌজার জলনিকাশি, হরিপুর কিষাণ মান্ডি চালু, বিদ্যুতের লো ভোল্টেজ–লোডশেডিং বন্ধ প্রভৃতি দাবিতে বিডিও অফিস ও বিদ্যুৎ অফিসে ২৭ জুন বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি) নন্দীগ্রাম লোকাল কমিটি৷ তার আগে এক সুসজ্জিত দাবি মুখরিত মিছিল নন্দীগ্রাম বাজার পরিক্রমা করে৷ সেখানে এক সভায় দলের নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক কমরেড মনোজ দাস বলেন, ‘নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেই, হাসপাতালে কোনও রোগী এলেই তাঁকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে৷ নন্দীগ্রাম কিষাণ মান্ডি বন্ধ ফলে চাষিদের বাধ্য হয়ে কুইন্টাল প্রতি প্রায় ২০০ টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে৷’ এর পর এক প্রতিনিধিদল বিডিওকে দাবিপত্র দেন৷