Breaking News

নন্দীগ্রামে বিক্ষোভ

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত গরিব মানুষের নাম অন্তর্ভুক্ত করা, এলাকায় সুষ্ঠু জল নিকাশি, অতি বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ, সকলের ডিজিটাল কার্ড, কৃষি শ্রমিকদের ২০০ দিনের কাজ ও ৩০০ টাকা মজুরি, গরিব পরিবারকে রিলিফ, মদ ও মাদক প্রসার রোধ ও নারী নিগ্রহ বন্ধ, বিধবা ও বার্ধক্য ভাতা দেওয়ার দাবিতে ২৯ আগস্ট নন্দীগ্রাম বিডিও অফিসে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি) এবং বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়৷ ডেপুটেশনের পূর্বে একটি সুসজ্জিত মিছিল নন্দীগ্রাম বাজার পরিক্রমা করে৷ সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন কমরেডস মনোজ দাস, আরতি খাটুয়া, অসিত প্রধান, বিমল মাইতি প্রমুখ৷ বিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং যেগুলি তাঁর পক্ষে কার্যকর করা সম্ভব তা করবেন বলে আশ্বাস দেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)