দর্জি শ্রমিকদের সামাজিক সুরক্ষা, অসংগঠিত শ্রমিকের পরিচয়পত্র প্রদান, কাজের ব্যবস্থা, স্বল্প মূল্যে বিদ্যুৎ–এর দাবিতে ১৩ ফেব্রুয়ারি সারা বাংলা দর্জি ইউনিয়নের নন্দীগ্রাম থানা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ দুই শতাধিক দর্জি শ্রমিক উপস্থিত ছিলেন৷ সংগঠনের রাজ্য নেতা নন্দ পাত্র বলেন, দর্জি শ্রমিকরা উদয়াস্ত পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের লজ্জা নিবারণের ব্যবস্থা করেন৷ কিন্তু তাদের জীবন কাটে অনিশ্চয়তার মধ্যে৷ এই অবস্থা থেকে বের হতে হলে সংগঠিত হয়ে ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে৷ এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতা চন্দ্রমোহন মানিক৷ শেখ আকসারকে সভাপতি, শেখ মুজাফফর এবং বিমল মাইতিকে যুগ্ম সম্পাদক ও প্রলয় খাটুয়াকে কোষাধ্যক্ষ করে ২৫ জনের কমিটি গঠিত হয়৷