পূর্ব মেদিনীপুরে এস ইউ সি আই (সি) দলের নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে ২ সেপ্টেম্বর বিডিও-র কাছে স্মারকলিপি দিয়ে দাবি করা হয়, কারা ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মোরমতের টাকা পেয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রকৃত যে ক্ষতিগ্রস্তরা টাকা পাননি তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত ধান-পান-মাছ-সবজি চাষিদের ক্ষতিপূরণ, ভেঙে যাওয়া পোলট্রি ও গোয়াল নির্মাণে আর্থিক সহায়তা, কাঁচা ঘর, ঝুপড়িতে বসবাসকারী সকলকে বাংলা আবাস যোজনায় পাকা ঘর দেওয়া, স্থানীয় স্কুল, ক্লাব, সাংস্কৃতিক সংস্থা ইত্যাদির ক্ষতিগ্রস্ত ঘরের পুনর্নির্মাণ, ঘুর্ণিঝড় কবলিত এলাকায় তিন মাসের বিদ্যুৎ বিল মকুব, প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী বৃক্ষরোপণ, বার্ধক্য ও বিধবা ভাতা, পুরো নন্দীগ্রাম মৌজায় সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা ইত্যাদি দাবি সংবলিত স্মারকলিপি দিয়ে নেতৃবৃন্দ জানান এই দাবি পূরণে আন্দোলন গড়ে তোলা হবে।