১৮ সেপ্টেম্বর কৃষ্ণনগর পৌরসভায় কবি দ্বিজেন্দ্রলাল মঞ্চে সর্বনাশা জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে সেভ এডুকেশন কমিটির উদ্যোগে শিক্ষা কনভেনশন হয়। শুরুতে এই শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রস্তাব পাঠ করা হয়। সমর্থনে বক্তব্য রাখেন সারা বাংলা সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক মানস জানা। বক্তব্য রাখেন সহ সম্পাদক ডঃ মৃদুল দাস, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়দেব মুখার্জি প্রমুখ।
বক্তারা প্রত্যেকেই জাতীয় শিক্ষানীতি বিভিন্ন দিক তুলে ধরে এই শিক্ষানীতি যে শিক্ষায় বেসরকারিকরণ এবং সাম্প্রদায়িকীকরণে নীল নকশা তা বলেন। শিক্ষার মূল লক্ষ্য চরিত্র গঠন ও সর্বাঙ্গীণ বিকাশ তা এই শিক্ষানীতির মধ্য দিয়ে সম্পূর্ণরূপে ব্যাহত হবে ফলে শিক্ষা বাঁচাতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
কনভেনশনে সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শিবশঙ্কর পালকে সভাপতি এবং প্রাক্তন শিক্ষক হররোজ আলি শেখকে সম্পাদক করে সেভ এডুকেশন কমিটির নদীয়া জেলা শাখা গঠিত হয়।