৮ ডিসেম্বর নারায়ণ চ্যাটার্জী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মদনপুর সাধারণ পাঠাগারে আয়োজিত হল তৃতীয় দফায় ফ্রি মেডিকেল ক্যাম্প। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডাঃ শুভঙ্কর চ্যাটার্জীর নেতৃত্বে ২৫ জনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম প্রায় ১০০ জন রোগীর চিকিৎসা করেন। ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ইসিজি পরীক্ষার পাশাপাশি রোগীদের ওষুধ সরবরাহ করা হয়। মধ্যবয়স্ক মহিলাদের হাঁটু এবং কোমরে ব্যথার সমস্যা সমাধানে জীবনযাত্রার ধরন পরিবর্তন সম্পর্কে চিকিৎসকরা তাদের প্রশিক্ষণ দেন। শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগীদের সমস্যা নিয়ে আলোচনা হয়। এই উদ্যোগে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।